মুম্বাইকে উড়িয়ে সহজ জয় চেন্নাইয়ের

মুম্বাইকে উড়িয়ে সহজ জয় চেন্নাইয়ের

BDTone Desk

Published : 07:15, 24 March 2025

মুম্বাই ইন্ডিয়ান্স সব শেষ আসরে পয়েন্ট টেবিলে ছিল সবার নিচে, ১০ নম্বরে। একবুক কষ্ট নিয়ে আইপিএল শেষ করেছিল মুম্বাই। বেদনাতুর সেই স্মৃতি ভুলে নতুন আসরে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে চেন্নাই এসেছিলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা। 

কিন্তু ২০২৫ আসরের নিজেদের প্রথম ম্যাচে ভক্তদের হতাশই করেছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরে গেছেন রোহিতরা।

২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যতিক্রম হলো না।

Share: