নিউইয়র্কে ১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড

Published : 17:27, 7 April 2025
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দঘন আমেজে এ আয়োজনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সোসাইটি, সহযোগিতায় রয়েছে ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’।
আয়োজকরা জানিয়েছেন, প্যারেডটি শুরু হবে ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে, এবং ৩৭ এভিনিউ ধরে এগিয়ে যাবে ৮৬ স্ট্রিট পর্যন্ত। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আঞ্চলিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান বলেন, “এটি শুধু একটি প্যারেড নয়, বরং একটি মিলনমেলা। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি নিজেদের সংস্কৃতি ও পরিচয়কে তুলে ধরতে।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশি তারকারা—অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। তাদের সঙ্গে থাকবেন নিউইয়র্কপ্রবাসী জনপ্রিয় স্থানীয় শিল্পীরাও।
উল্লেখ্য, গত বছর ২৬ মে এই একই এলাকায় প্রথমবারের মতো ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়েছিল ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, ইউএসএ’-এর উদ্যোগে। সেই আয়োজনে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এবারও তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এরইমধ্যে ৬০টিরও বেশি সংগঠন অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে।
এ আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এক প্রাণবন্ত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।