নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নববর্ষ উদযাপন

নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নববর্ষ উদযাপন

BDTone Desk

Published : 18:37, 29 April 2025

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। গত ২৩ এপ্রিল, বুধবার, মিশনের মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বাঙালি, চাকমা, মণিপুরী, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে পরিবেশিত ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি মণিপুরী, চাকমা ও মারমা শিল্পীরা পরিবেশন করেন কবিতা, গান ও নৃত্য।

বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী খাবার আর শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ। এদিন সেখানে সৃষ্টি হয় এক মিলনমেলা, যেখানে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির বহুমাত্রিকতা উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া বক্তব্যে বলেন, “বাংলাদেশ সরকারের একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চলছে, যেখানে দেশের প্রতিটি জাতিগোষ্ঠী সমান সুযোগ ও মর্যাদা পাবে।” তিনি এই প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ কামনা করেন।
 

Share:
Advertisement