নিউইয়র্কে প্রবাসীদের বর্ণাঢ্য ’বাংলাদেশ ডে প্যারেড’

Published : 22:17, 15 April 2025
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণাঢ্য ‘বাংলাদেশ ডে প্যারেড’।
স্থানীয় সময় রোববার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত চলে এই আনন্দ শোভাযাত্রা।
লাল-সবুজ আর যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে হাজারো প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণী গান, নাচ, স্লোগান ও ঢোলের তালে উদযাপন করেন এই উৎসব।
এবারের প্যারেডে অংশগ্রহণ করে ৬৫টি বাংলাদেশি সংগঠন। আয়োজনে নেতৃত্ব দেয় ‘বাংলাদেশ সোসাইটি’। সহযোগিতায় ছিলো ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’।
প্যারেডের উদ্বোধনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানীসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা প্রবাসীদের এই ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সাধুবাদ জানান।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম চমৎকার আবহাওয়া এবং বিপুল প্রবাসী উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্যারেড আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতিচ্ছবি।”
এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের বহুজাতিক সমাজে নিজেদের অস্তিত্ব আরও শক্তভাবে তুলে ধরেছেন। প্যারেড উপভোগ করতে আসা স্থানীয় বাসিন্দারাও বাঙালির এই সুশৃঙ্খল, প্রাণবন্ত আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন।