বাংলা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মানুষের ঢল

বাংলা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মানুষের ঢল

NYM Desk

Published : 18:50, 15 April 2025

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি পরিণত হয় হাজারো মানুষের প্রাণবন্ত মিলনমেলায়।

চারুকলা অনুষদ প্রাঙ্গণ সকাল থেকেই সেজেছিল উৎসবের রঙে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় জমে ওঠে জনস্রোত। চারুকলার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা বয়সী মানুষ অংশ নেন শোভাযাত্রায়।

শোভাযাত্রায় ছিল মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ বিভিন্ন আকৃতির শিল্পকর্ম। এসবের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন, প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন এবং সংগ্রামী চেতনা। গ্রামীণ ঐতিহ্য ও সৃষ্টিশীলতায় ভরপুর এসব ভাস্কর্য শোভাযাত্রায় যোগ করে ভিন্নমাত্রা।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ ছুটে এসেছেন এই আয়োজনে অংশ নিতে। নারী-পুরুষ সবাই সেজেছেন লাল, হলুদ, সবুজ ও কমলা রঙের পোশাকে। নারীদের মাথায় ফুলের মালা, হাতে চুড়ি, আর শিশুদের মুখে ছিল অনাবিল উচ্ছ্বাস। ছোটদের অনেকেই মুখোশ পরে, হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনের রাস্তা অতিক্রম করে আবার চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ আয়োজন।

Share:
Advertisement